ইউক্রেনকে ৭০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেনকে ৭০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রুশ সামরিক আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনকে ৭০ কোটি ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ ব্যয় করে ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা করা হবে। পাশাপাশি কর্মকর্তাদের বেতন-ভাতা ও পেনশন প্রদানেও ব্যয় হবে এই অর্থ। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, বৃটেন, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, আগামী কয়েকমাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশি দেশগুলোর জন্য তিনশো কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে কাজ করছে তারা। আগামি কয়েক দিনের মধ্যেই এই অর্থ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ইউক্রেন যখন রাশিয়ার আগ্রাসনের কারণে সহিংসতা ও তীব্র ধ্বংসলীলার মোকাবেলা করছে, তখন দেশটির পাশে দাঁড়াতে এই পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ব ব্যাংক। আমরা ইউক্রেনের জনগনের পাশে রয়েছি। ভবিষ্যতে ইউক্রেনকে সহযোগিতায় আরও পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।