ইউক্রেনের সুমিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০

ইউক্রেনের সুমিতে রাশিয়ার বিমান হামলায় নিহত ১০

ইউক্রেনের সুমি শহরে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক সামরিক প্রশাসক দিমিত্র ঝিভিৎস্কি এ দাবি করেছেন। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্ট ও বিবিসির।

দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুক পোস্টে জানান, সোমবার রাত ১১টার দিকে সুমি ও আশপাশের এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ঝিভিৎস্কি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে।

ঝিভিৎস্কি একটি ভিডিও শেয়ার করে আরও লেখেন— ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনই ক্ষমা করব না।’

ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ হামলার ১৩তম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে ২৭ শিশুসহ ৪০৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১১ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভাষ্যমতে, এ যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে পারেন।