আরও এক উচ্চপদস্থ রুশ কর্মকর্তাকে হত্যার দাবি ইউক্রেনের

আরও এক উচ্চপদস্থ রুশ কর্মকর্তাকে হত্যার দাবি ইউক্রেনের

যুদ্ধে এক উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার সেনাবাহিনীর মেজর জেনারেল আন্দ্রেই কোলেশনিকভকে হত্যা করেছে। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। বিবিসি জানিয়েছে, মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা তার নিহতের খবর নিশ্চিত করলেও রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। এর আগেও দুই রুশ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ফলে যুদ্ধে রাশিয়ার অর্জন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে নতুন করে তেমন কোনো সফলতাই পায়নি দেশটির সেনারা। এরমধ্যে উচ্চস্তরের কর্মকর্তাদের হারিয়ে রুশ বাহিনী হতাশায় পড়েছে বলে দাবি পশ্চিমাদের।

এমজে/