ইউক্রেনে অভিযান সঠিক পথে নেই: রুশ ন্যাশনাল গার্ড

ইউক্রেনে অভিযান সঠিক পথে নেই: রুশ ন্যাশনাল গার্ড

রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোটভ বলছেন, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান তাদের পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছে না।

সোমবার বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিক্টর জোলোটভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও তার সাবেক দেহরক্ষী। তিনি বলেন, আমি বলতে চাই যে, হ্যাঁ, সবকিছু আমাদের পছন্দ মতো দ্রুত চলছে না।

এটাই এখন পর্যন্ত ক্রেমলিনের কোনো কর্মকর্তার কাছ থেকে পাওয়া সবচেয়ে শক্তিশালী বিবৃতি। যেখানে ক্রেমলিন স্বীকার করেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হয়েছে।

এসময় ইউক্রেনের জণগনের মধ্যে লুকিয়ে থাকা অতি-ডানপন্থী উপাদানের কারণে রাশিয়ার দুর্বল অগ্রগতি আশানুরূপ হয়নি বলে অভিযোগ করেন ভিক্টর জোলোটভ।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ন্যাশনাল গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিক্টর জোলোটভে এই মন্তব্য প্রকাশিত হয়েছে। কিন্তু ক্রেমলিন বর্তমানে সাইটটি বন্ধ রাখায় বিবিসি স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।