ইউক্রেন টিকে থাকবে, পুতিন থাকবে না: ব্লিংকেন

ইউক্রেন টিকে থাকবে, পুতিন থাকবে না: ব্লিংকেন

স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন ‘ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি দিন’ টিকে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লিংকেন এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যদ্বাণী করে বলেন, স্বাধীন দেশ হিসেবে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন টিকে থাকবে।

তার ভাষায়, ‘প্রথমত এমন একটি স্বাধীন ইউক্রেন হতে চলেছে, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে বেশি স্থায়ী হবে।’

সিএনএনের উপস্থাপক ওলফ ব্লিটজারকে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, ‘যেভাবেই হোক, পৃথিবীতে ইউক্রেন টিকে থাকবে এবং একপর্যায়ে পুতিন থাকবে না।’

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২১তম দিন।