রাশিয়ার সঙ্গে তেল চুক্তি নয়াদিল্লিকে ঐতিহাসিক ভুলের দিকে নিয়ে যেতে পারে, সতর্ক করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে তেল চুক্তি নয়াদিল্লিকে ঐতিহাসিক ভুলের দিকে নিয়ে যেতে পারে, সতর্ক করল যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনলে নয়াদিল্লির উপরে হয়তো নিষেধাজ্ঞা জারি করবে না আমেরিকা, তবে এই ধরনের পদক্ষেপ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে "ইতিহাসের ভুল দিকে" পরিচালিত করবে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা সমস্ত রাশিয়ান জ্বালানির আমদানি নিষিদ্ধ করার এক সপ্তাহ পরে ভারত বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনার জন্য রাশিয়ার প্রস্তাব বিবেচনা করছে। এই বিষয়ে জানতে চাইলে

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ''অন্যান্য দেশগুলিকে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বার্তা দিয়েছে জো বাইডেন প্রশাসন। যদিও আমার মনে হয় না ভারতের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকেও সমর্থন করা। যে আগ্রাসনের ফলাফল ভয়ংকর।” ভারত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেনি এবং জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছে।

মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে বলেছেন যে তারা চান ভারত যতটা সম্ভব রাশিয়া থেকে নিজেকে দূরে রাখুক।

পাশাপাশি অস্ত্র,গোলাবারুদ ,ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সবকিছুর জন্য মস্কোর উপর অত্যধিক নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছে। গত সপ্তাহে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরিকে একটি ফোন কলে বলেছিলেন যে রাশিয়া তেল খাতে ভারতীয় বিনিয়োগের পাশাপাশি ভারতে তার তেল এবং পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি বাড়াতে আগ্রহী। গত সপ্তাহে একটি রাশিয়ান সরকারী মাধ্যম জানিয়েছিল যে ভারতে রাশিয়ার তেল এবং পেট্রোলিয়াম পণ্য রপ্তানি ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং এই সংখ্যাটি আরো বাড়াতে আগ্রহী রাশিয়া। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে ফোনালাপের পর একটি বিবৃতিতে জানান, ''আমরা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশা করি, বিশেষ করে কুডানকুলামে পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণে।''

কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের বৃহত্তম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রাশিয়া থেকে ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ক্রয় করেছে। রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর এই ধরনের লেনদেন প্রথম সংঘটিত হল ।ভারত, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা এবং আমদানিকারক দেশ। বর্তমানে ভারত প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করে, কিন্তু এই ক্রয়ের মাত্র ২শতাংশ থেকে ৩ শতাংশ আসে রাশিয়া থেকে। .

সূত্র : www.business-standard.com