প্রভাবশালী মহল ৩ বিকল্প প্রস্তাব দিয়েছেন: ইমরান খান

প্রভাবশালী মহল ৩ বিকল্প প্রস্তাব দিয়েছেন: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়েছেন যে কোনো একটি গ্রহণ করতে বলেছেন। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

শুক্রবার এআরওয়াই নিউজে প্রচারিত সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। খবর দ্য ডনের।

তিনি বলেন, রোববার তিনি নতুন 'চমক' নিয়ে হাজির হবেন।

তিনি জানান, জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার পর এ প্রস্তাব দেওয়া হয়।

ইমরান খান বলেন, তাকে যে তিনটি বিকল্প দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন।

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা সে প্রশ্নের জবাব দিতে গিয়ে উল্লিখিত কথা বলেন ইমরান খান।

পাক প্রধানমন্ত্রী বলেন, তিনটি বিকল্প উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও, আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

তিনি আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘যদি আমরা এ অনাস্থা ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটি কৌশল তৈরি করব।’

এমজে/