ইউক্রেনের ৫৩ সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া: ইউনেস্কো

ইউক্রেনের ৫৩ সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া: ইউনেস্কো

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় ৫৩টি সাংস্কৃতিক কেন্দ্র ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ইউনেস্কোর উপ-পরিচালক এক সংবাদ সম্মেলনে শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

এ সব স্থাপনার মধ্যে আছে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক স্থাপনা, চারটি জাদুঘর ও ভাস্কর্য্য।

প্যারিসে এক সংবাদ সম্মেলনে ইউনেস্কোর উপ-পরিচালক এরনেসতো অটনে রামিরেজ এ তথ্য জানান।

খারকিভসহ অন্যান্য শহরে রুশ হামলায় এসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এ সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। এ যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৪০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।