কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

কিয়েভ পুনর্দখলের দাবি ইউক্রেনের

রুশ বাহিনী থেকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন।

রাশিয়া কিয়েভের চারপাশ থেকে সৈন্য প্রত্যাহার করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের দিকে শক্তি গড়ে তোলার চেষ্টা করছে বলে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, রুশ সেনারা কিয়েভের আশপাশ থেকে চলে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের জন্য একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করে গেছে। তারা বাড়ির আশপাশে, পরিত্যক্ত সরঞ্জাম এবং এমনকি লাশের নিচেও মাইন পুতে গেছে। তবে তার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

দৃশ্যমান পরিবর্তনের অর্থ এই নয় যে ৩৯তম দিন ধরে চলা যুদ্ধ থেকে মুক্তি মিলেছে বা ইউক্রেন থেকে পালিয়ে আসা ৪০ লাখের বেশি শরণার্থী শিগগিরই ফিরে আসবে।

শনিবার রাতের ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের সেনারা রাশিয়ানদের বিনা লড়াইয়ে পিছু হটতে দিচ্ছে না।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কি? আমাদের স্বাধীনতা, আমাদের ভূমি এবং আমাদের জনগণকে রক্ষা করতে হবে।

এমজে/