এ যুদ্ধ শেষ করতেই হবে, ল্যাভরভকে গুতেরেস

এ যুদ্ধ শেষ করতেই হবে, ল্যাভরভকে গুতেরেস

রাশিয়ার রাজধানী মস্কো সফর করছেন জাতিসংঘের মহাসচিব অন্ত্যনিও গুতেরেস। সেখানে তিনি বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে। বৈঠকের শুরুতে তিনি ইউক্রেনে যুদ্ধ শেষ করার আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, যুদ্ধ শেষ করতে আমাদের সম্ভাব্য সব কিছু করতে হবে।

তিনি বলেন, আমি সংলাপের পরিবেশ তৈরি করা, একটি ‍যুদ্ধবিরতি এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে চাই।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমাদের ‘যতদ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি প্রয়োজন। ইউক্রেনে মানবিক সংকট কমানোতে গুরুত্ব দিতে হবে আমাদের।

এদিকে আজই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে গুতেরেসের।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এখন দেশটির লক্ষ্য ইউক্রেনের দোনবাস ও দক্ষিণাঞ্চল দখল করা।