আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করিনি: গুতেরেসকে পুতিন

আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করিনি: গুতেরেসকে পুতিন

রাশিয়া সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখনো ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে আলোচনার আশা করেন তিনি। গতকাল মঙ্গলবার পুতিন এ কথা বলেছেন। খবর এএফপির।

টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে পুতিন গুতেরেসকে বলেছেন, ‘সামরিক অভিযান চলমান থাকা সত্ত্বেও, আমরা এখনো আশা করি যে কূটনৈতিক পন্থায় একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করিনি।’

ক্রেমলিনে গুতেরেসের পাশে বসে পুতিন বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রচেষ্টা লাইনচ্যুত হয়েছে মূলত বুচা শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার দাবি তোলার কারণে।’

পুতিন দাবি করেন, ‘বুচা শহরের ঘটনা উসকানি ছিল। এর সঙ্গে রুশ বাহিনীর কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমরা জানি কে এই উসকানি তৈরি করেছিল, কী উপায়ে এবং কী ধরনের লোকেরা এতে কাজ করেছিল।’

পুতিন গুতেরেসকে আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে তাঁদের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত রয়েছেন। এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুতও রয়েছেন তিনি। তবে এর জন্য ২০১৪ সালে ইউক্রেনে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থানের ফলে রুশপন্থী প্রেসিডেন্টকে উৎখাতের বিষয়টির অবতারণা করেন পুতিন।

পুতিনের সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব ইউক্রেনে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার ও তাঁদের সাহায্যের জন্য জাতিসংঘের সঙ্গে মস্কো ও কিয়েভকে যৌথভাবে কাজ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এর আগে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকেও এ আহ্বান জানিয়েছিলেন।