ব্যাপক বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

ব্যাপক বিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শক্তি প্রয়োগের ক্ষমতা দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে। অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে সারা দেশে হরতাল আহ্বান করার প্রেক্ষপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র শুক্রবার বলেন, আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, হরতালের ফলে দোকানপাট বন্ধ হয়ে গেছে, গণপরিবহনও চলছে না। ফলে ২২ মিলিয়ন মানুষের দেশটি স্থবির হয়ে পড়েছে।

জরুরি অবস্থা জারির ফলে নিরাপত্তা বাহিনী কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজনদের গ্রেফতার দীর্ঘদিন আটক রাখতে পারবে। তাছাড়া সরকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি সৈন্যও মোতায়েন করতে পারবে।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শুক্রবার মধ্যরাত থেকে জরুরি আইন কার্যকর হয়েছে।
চাপে থাকা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা ১ এপ্রিলও জরুরি অবস্থা জারি করেছিলেন। ১৪ এপ্রিল তা প্রত্যাহার করা হয়।

শ্রীলঙ্কায় ১৯৪৮ সালের পর এমন সঙ্কটে আর কখনো পড়েনি। তবে গোতাবায়া বলে আসছেন, ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না।

তবে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী তার অফিসের সামনে অবস্থান করছে। ছোট ছোট অনেক গ্রুপ তার অফিস ও অন্যান্য সরকারি নেতার অফিসে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে।

বিক্ষোভকারীরা অর্থনৈতিক সঙ্কট; ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট; খাবার, জ্বালানি ও ওষুধের ভয়াবহ মূল্যবৃদ্ধির জন্য রাজাপাকসা ও তার পরিবারের অব্যবস্থাপনাকে দায়ী করছে। সূত্র : আল জাজিরা