মিসর সফরে গেছেন সৌদি যুবরাজ সালমান

মিসর সফরে গেছেন সৌদি যুবরাজ সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপে সোমবার মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। এরপর তার জর্ডান ও তুরস্ক সফরের কথা রয়েছে।

আগামী মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই মধ্যপ্রাচ্য সফর করে যাচ্ছেন সৌদি যুবরাজ।

বিমানবন্দরে ক্রাউন প্রিন্স সালমানকে অভ্যর্থনা জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি।

মঙ্গলবার কায়রোতে প্রেসিডেন্ট প্রাসাদে উভয় নেতার আলোচনার কথা রয়েছে।

এরপর যুবরাজ সালমান জর্ডানে রওনা হবেন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে আলোচনার উদ্দেশ্যে।

জর্ডান সফর শেষে সৌদি ক্রাউন প্রিন্স যাবেন তুরস্কে। সেখানে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথে সাক্ষাৎ করবেন তিনি। দেশ দুটির সম্পর্কোন্নয়নের জন্য গত এপ্রিলে সৌদি আরব সফর করেছিলেন এরদোগান।

২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি আরবের কনস্যুলেটে হত্যার পর দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। দীর্ঘ সময় পর দেশ দুটি সম্পর্ক পাকাপোক্ত করার চেষ্টা করছে।সূত্র : ডেইলি সাবাহ