করোনায় মৃতের সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

করোনায় মৃতের সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮৭ লাখ নয় হাজার ৫৫৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ৩১৫ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ৩৬ লাখ দুই হাজার ১৬১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪০ হাজার ৭৯২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৩ লাখ ৯১ হাজার ৩৩১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৯৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৬১ হাজার ৯৫৯ মানুষ। ছয় লাখ ৭০ হাজার ৪১৮ জন মারা গেছেন।