প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ-ঘোষণার পর কলম্বো এখন শান্ত

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ-ঘোষণার পর কলম্বো এখন শান্ত

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে এখন শান্ত অবস্থা ফিরে এসেছে। তবে বিক্ষোভকারীরা এখনো প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান করছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা ঘোষণা করার পর এখন উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, তিনি বুধবার পদত্যাগ করবেন। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংগেও জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন। এই দুই ব্যক্তির পদত্যাগ ছিল আর্থিক সঙ্কটে জর্জরিত লঙ্কানদের অন্যতম দাবি।

ভয়াবহ আর্থিক সঙ্কট এবং জ্বালানি, খাদ্য ও নিত্যপণ্যের তীব্র অভাবে থাকা লঙ্কানরা শনিবার রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে। তারা প্রাসাদটি তছনছ করে। অবশ্য এর আগেই প্রেসিডেন্ট তার বাসভবন ছেড়ে পালিয়ে যান।

রোববারও অনেক লোক উপনিবেশ আমলে নির্মিত প্রাসাদটি দেখতে তাতে প্রবেশ করে। প্রাসাদের বাইরে অ্যাসল্ট রাইফেল হাতে পাহারারত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের থামানোর কোনোই চেষ্টা করছে না।

এমনকি ৬১ বছর বয়স্ক রুমাল বিক্রেতা বি এম চন্দ্রবতী তার দুই মেয়ে ও এক নাতিকে নিয়ে প্রাসাদে ঢুকেছেন। তারা প্রথম তলার বেডরুমে হেঁটে বেড়ান।

তিনি রয়টার্সকে বলেন, আমি এমন প্রাসাদ জীবনেও দেখিনি। তারা বিলাসে থাকে, আর আমরা থাকি কষ্টে।