করোনায় আক্রান্ত ১১ লাখ, মৃত দুই সহস্রাধিক

করোনায় আক্রান্ত ১১ লাখ, মৃত দুই সহস্রাধিক

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। মারা গেছেন দুই হাজার ৩২১ জন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৭২৬ জন মানুষ।

এর আগে মঙ্গলবার মারা গিয়েছিলেন এক হাজার ৭১৪ জন। আর আক্রান্ত হয়েছিলেন আট লাখ ৩৪ হাজার ৫৯৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ১৭৩ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৯১ হাজার ৭৮৮ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি সাত লাখ ৭৭ হাজার ২৬৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৫ লাখ ২৯ হাজার ৮৬২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৮৩ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৮ লাখ ২৫১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৪০ জন। ছয় লাখ ৭৫ হাজার ৯২৯ জন মারা গেছেন।