জাপোরিঝিয়া প্লান্ট বন্ধ করে দেওয়ার চিন্তা করছে ইউক্রেন

জাপোরিঝিয়া প্লান্ট বন্ধ করে দেওয়ার চিন্তা করছে ইউক্রেন

নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছে ইউক্রেন।

ইউক্রেনের নিউক্লিয়ার এন্ড রেডিয়েশন নিরাপত্তা বিভাগের প্রধান ওলেহ কোরিকোভ জানিয়েছেন এ তথ্য।

এ ব্যাপারে বুধবার ওলেহ কোরিকোভ বলেন, যদি প্লান্ট বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি আসে, প্লান্ট এবং ৬ নম্বর পাওয়ার ইউনিট বন্ধ করে দেওয়া হবে।

জাপোরিঝিয়া হলো ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।

প্লান্ট বন্ধ করে দেওয়ার ব্যাপারে এ কর্মকর্তা আরও বলেন, পরিস্থিতির ক্রমাবনতি, বাইরের সূত্র থেকে পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুতের ঘাটতি আমাদের বাধ্য করবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে। কিন্তু যুদ্ধের মধ্যে ডিজেলের সরবরাহ ঠিক করা খুবই কঠিন।

তিনি আরও জানান, প্লান্ট চালু রাখতে চারটি ডিজেল ট্যাংক প্রতিদিন লাগবে। যদি কোনো কথায় ডিজেল না পাওয়া যায় তাহলে এটি দুর্ঘটনার শঙ্কা তৈরি করবে। এতে বাতাসে রেডিও অ্যাকটিভ ছড়িয়ে পড়বে। এটি শুধু ইউক্রেনেরই ক্ষতি করবে না পুরো অঞ্চলের ক্ষতি করবে।

বর্তমানে প্লান্টে বিদ্যুৎ উৎপন্ন করে সেটি প্লান্টের প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে। গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ায় কুলিং সিস্টেমকে চালু রাখছে এসব বিদ্যুৎ। সূত্র: সিএনএন