উইন্ডসর প্রাসাদের গির্জায় রানিকে সমাহিত করার প্রস্তুতি

উইন্ডসর প্রাসাদের গির্জায় রানিকে সমাহিত করার প্রস্তুতি

রাজকীয় সমাধিকক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ নামানো হয়েছে। আজই আরও পরের দিকে পারিবারিক সদস্যদের উপস্থিতিতে তাকে সমাহিত করা হবে।

এর আগে সেইন্ট জর্জেস চ্যাপেলে আনুষ্ঠানিকভাবে রানির কফিনের ওপর থেকে রাজমুকুট এবং রাজদন্ড সরিয়ে নেয়া হয়।

এগুলো আবার টাওয়ার অব লন্ডনে ফেরত যাবে। তবে আপাতত সেগুলো ডীন অব উইন্ডসরের কাছে দেয়া হয়েছে। তিনি সেগুলো সযত্নে রেখেছেন বেদির ওপর।

সেইন্ট জর্জেস চ্যাপেলে প্রার্থনা শুরু

উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জেস চ্যাপেলে রানির জন্য প্রার্থনা শুরু হয়েছে। সেখানে আশীর্বাদ অনুষ্ঠান পরিচালনা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

এই অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন, তাদের বেশিরভাগই ওয়েস্টমিনস্টার অ্যাবির অনুষ্ঠানে ছিলেন না। রানির অনেক বর্তমান এবং সাবেক স্টাফ এই প্রার্থনায় যোগ দিচ্ছেন।

আজকের সারাদিনের আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হবে এই সেইন্ট জর্জেস চ্যাপেলেই।

সন্ধ্যায় রানিকে সমাহিত করা হবে তার প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরার পাশে।

সেইন্ট জর্জেস চ্যাপেলরই একটি অংশ হচ্ছে রাজা ষষ্ট জর্জের মেমোরিয়াল চ্যাপেল। সেখানে রাজকীয় সমাধিকক্ষে ডিউক অব এডিনবরাকে সমাহিত করা হয়েছিল।

এই সমাহিত করার অনুষ্ঠানে কেবল রাজপরিবারের সদস্যরাই থাকতে পারবেন।