ইউক্রেনের শত শত শহর বিদ্যুৎবিচ্ছিন্ন

ইউক্রেনের শত শত শহর বিদ্যুৎবিচ্ছিন্ন

যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের মুখে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো ইউক্রেনজুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করেছে রাশিয়া।

সোমবার সকালে রাশিয়ার চালানো এই হামলায় ইউক্রেনের শত শত শহর ও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, তিনটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া।

এতে সারা দেশের শত শত শহর ও গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। সকালের দিকে কিয়েভের প্রাণকেন্দ্রে অন্তত পাঁচটি হামলা হয়েছে।

এর পাশাপাশি দিনিপ্রোপেৎরোভস্ক, নিকোলায়েভ, ওডেসা, ওচাকভ, কিরোভগ্রাদ এবং সুমি অঞ্চলেও হামলা করেছে।

শ্যামিগাল বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি অবকাঠামো আক্রমণ করেছে। এর ফলে শত শত বসতি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের স্কুলগুলো সোমবার থেকে বন্ধ ঘোষণা করে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভি।