ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৭। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত তিনটায় তানিমবার দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানার তিন ঘন্টা পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জিওফিজিক্স এজেন্সি বিএমকেজি বলেছে, স্থানীয়ভাবে এই ভূমিকম্প পরিমাপ করা হয়েছে ৭.৫। এর উৎস ছিল ১৩০ কিলোমিটার গভীরে। ওদিকে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এর মাত্রা পরিমাপ করেছে ৭.৬। যুক্তরাষ্ট্র পরিমাপ করেছে ৭.৭। জিওলজিক্যাল সার্ভে এর পরিমাপ নির্ধারণ করেছে ৭.৬। ওদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক এজেন্সি বিএনপিবির কর্মকর্তারা এর ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করে দেখছিলেন।

এর মুখপাত্র বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ভবনগুলোর মাঝারি ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইয়ামদেনা দ্বীপের সাউমলাকি শহরের বাড়িঘর।