জেরুসালেমে সিনাগগে হামলায় নিহত ৭

জেরুসালেমে সিনাগগে হামলায় নিহত ৭

জেরুসালেমের উপকণ্ঠের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) বন্দুকধারীর হামলায় সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৭০ বছর বয়সি নারীও রয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইসরায়েলি পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, জেরুসালেমের নিভ ইয়াকোভ এলাকার ওই সিনাগগে শুক্রবার রাতে হামলা চালানো হয়। জায়গাটি ১৯৬৭ সালের যুদ্ধের পর ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয় ইসরায়েল।

পশ্চিমতীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের নামে পরিচালিত হামলায় ১০ ফিলিস্তিনি নিহতের ঘটনার পরদিনই জেরুসালেমে এ হামলা চালানো হলো।