ইউক্রেনে ট্যাংক পাঠানোয় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানালো উত্তর কোরিয়া

ইউক্রেনে ট্যাংক পাঠানোয় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানালো উত্তর কোরিয়া

ইউক্রেনকে ট্যাংক দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধ প্রলম্বিত করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়ে রেড লাইন অতিক্রম করেছে। তাদের উদ্দেশ্য মস্কোকে ধ্বংসে ‘প্রক্সি ওয়ার’ চালিয়ে যাওয়া। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, কিম ইয়ো জং-এর সর্বশেষ এই মন্তব্য প্রমাণ করে যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গেই রয়েছে। রাশিয়াকে সমর্থন দেয়ার পাশাপাশি ইউক্রেনকে সমর্থন দেয়া দেশগুলোকেও এক হাত দেখে নিয়েছেন তিনি।

কিম ইয়ো জং বলেন, ইউক্রেনকে সামরিক অস্ত্র দিয়ে যাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। উত্তর কোরিয়া এর তীব্র নিন্দা জানায়। এটিই গত কয়েক মাসের মধ্যে জনসমক্ষে তার প্রথম ভাষণ। তিনি উত্তর কোরিয়ার শাসক দল ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র কেন্দ্রীয় কমিটির ভাইস-ডিপার্টমেন্ট ডিরেক্টর।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে এই সংকটের ‘প্রধান অপরাধী’।