রমজানেই সরাসরি বৈঠকে সম্মত ইরান-সৌদির পররাষ্ট্রমন্ত্রীরা, ফোনালাপ

রমজানেই সরাসরি বৈঠকে সম্মত ইরান-সৌদির পররাষ্ট্রমন্ত্রীরা, ফোনালাপ

এই রমজান মাসেই মুখোমুখি বৈঠকে সম্মত হয়েছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন-ফারহান। এসময়ই দুই কূটনীতিক ইদের আগেই সরাসরি বৈঠকে রাজি হন।

আরব নিউজ জানিয়েছে, চীনের মধ্যস্ততায় সম্প্রতি ৭ বছর পর সম্পর্ক স্থাপিত হয়েছে ইরান ও সৌদির মধ্যে। বেইজিং-এ স্বাক্ষরিত চুক্তিটির বিভিন্ন অংশ নিয়ে ফোনে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া কীভাবে দুই দেশ আবারও তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে তা নিয়েও বিস্তারিত কথা হয় তাদের। বিষয়টি পাকাপোক্ত করতে এখন সরাসরি বৈঠকে বসতে চান তারা। তবে ঠিক কোথায় এবং কোন তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।

এদিকে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীই এই বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসেই দু’দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকের আয়োজন করতে চায় ইরান। চলতি মাসের গোড়ার দিকে ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস খুলতে সম্মত হন।

চীনের রাজধানী বেইজিং-এ এ বিষয়ে একটি চুক্তি সই হয় এবং তারপর রোববার সৌদি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে মতবিনিময় করলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সিরিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে কথা বলেন আমির-আব্দুল্লাহিয়ান। আর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।