তুরস্কে ভোটের ফলে এগিয়ে এরদোগান

তুরস্কে ভোটের ফলে এগিয়ে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন সেই ভোটের গণনা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ১৭ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে এগিয়ে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, ভোট গণনার অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত ১৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। ৫৬.৬৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪১ শতাংশ ভোট।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের এবারের নির্বাচনে নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ। এদের মধ্যে ১৭ লাখ ৬০ হাজার প্রবাসী ভোটার এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণে দেশজুড়ে মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

নির্বাচনে প্রত্যেক ভোটার দুটি ভোট দিয়েছেন–একটি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এবং আরেকটি পার্লামেন্টের সদস্য নির্বাচনের জন্য।

নির্বাচনে এরদোগানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট তিনজন। বাকি দুজন হলেন কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।