ইউক্রেনের আরো অংশ দখল করবেন পুতিন!

ইউক্রেনের আরো অংশ দখল করবেন পুতিন!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।

মঙ্গলবার সামরিক সাংবাদিক ও ব্লগারদের সাথে এক প্রকাশ্য সভায় এই মন্তব্য করেন। ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করার দাবি করার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন পুতিন।

পুতিন দাবি করেন, সাম্প্রতিক সময়ে প্রবল সংঘর্ষে ইউক্রেন ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি অন্যান্য ধরনের সাজোয়া যান খুইয়েছে। আর ইউক্রেনের নতুন হামলার পর থেকে রাশিয়অ মাত্র ৫৪টি ট্যাংক হারিয়েছে।

রাশিয়ার বেলগোরড এবং অন্যান্য সীমান্ত অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ ও গোলাগুলির ব্যাপারে পুতিন বলেন, 'আমরা এখন আমাদের ভূখণ্ড আক্রমণ থেকে রক্ষার জন্য ইউক্রেনে নিরপেক্ষ জোন সৃষ্টির বিষয়টি বিবেচনা করছি।'

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সীমান্ত এলাকা ক্রমবর্ধমান হামলার আওতায় এসেছে। রাশিয়া এজন্য ইউক্রেনকে দায়ী করেছে।
রাশিয়ার স্থানীয় নেতারা তাদের বাসিন্দাদের রক্ষার জন্য আরো কিছু করার জন্য ক্রেমলিনের প্রতি আহ্বান জানাচ্ছে। সূত্র : আল জাজিরা