নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

মাউন্ট এভারেস্টের কাছে বিদেশি পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। নেপালের লামাজুড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। অন্যজনকে খুঁজছেন তারা। ওই এলাকার প্রশাসনিক প্রধান কর্মকর্তা বসন্ত ভট্টরাই এ কথা জানিয়েছেন।

বিশ্বের সর্বোচ্চ এই পাহাড়ের একটি চূড়ায় ৫ পর্যটককে নিয়ে যায় এই হেলিকপ্টার। সেখান থেকে মঙ্গলবার সকালে তাদেরকে নিয়ে আবার রাজধানী কাঠমান্ডুতে ফিরছিল তা। এসব পর্যটক মেক্সিকোর নাগরিক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হেলিকপ্টারের পাইলট ছিলেন নেপালি।

বিমানবন্দরের কর্মকর্তা সাগর কাদেল বলেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি তার ফ্লাইট রুট পরিবর্তন করে। এতে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। উল্লেখ্য, বর্ষা মৌসুমে নেপালে ভারি বর্ষণের কারণে ফ্লাইট বিলম্বিত করা এবং রুট পরিবর্তন করা একটি সাধারণ বিষয়। এ জন্য পর্যটক এবং পর্বতারোহনের সময় শেষ হয়ে যায় মে মাসে। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্কটসম্যান।