মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বুধবার একই রকম ঘোষণা দিয়েছিলেন।

বলেছিলেন, আগামী মাসে তার সরকারের মেয়াদ শেষ হবে। এরপর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি ক্ষমতা তুলে দেবেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ খবর দিয়েছে অনলাইন ডন। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের কাছ থেকে ৩০০ কোটি ডলারের স্ট্যান্ডবাই চুক্তি করার একদিন পর তিনি এই ভাষণ দিলেন। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান তাৎক্ষণিকভাব এই চুক্তির অধীনে ১২০ কোটি ডলার পাবে। বাকি অর্থ দেয়া হবে আস্তে আস্তে।

জাতির উদ্দেশে ভাষণে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার ঘোষণা দিলেও তিনি এটা নিশ্চিত করেননি যে, জোট সরকারের অংশীদাররা ১২ই আগস্ট জাতীয় পরিষদের মেয়াদ শেষে তা স্বাভাবিকভাবে ভেঙে দেবে নাকি আগেভাগে তা ভেঙে দিতে প্রেসিডেন্ট ড. আরিফ আলভিকে অনুরোধ করবে।