পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছের একটি বিমান বন্দরের হ্যাঙ্গারে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

উদ্ধারকর্মীরা জানান, বিমানটিতে তিনজন আরোহী ছিল। এটি ঢেউতোলা লোহার হ্যাঙ্গারে ধাক্কা দেয়ার সময় ঝড়ের কবল থেকে রক্ষা পেতে সেখানে ১৩ জন আশ্রয় নিচ্ছিল।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, ‘এ বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরো আটজন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।’

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে পাইলটও রয়েছে।

বিমানটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমান বন্দরে অবতরণ করেছিল। স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে বিমানের লেজের অংশ হ্যাঙ্গারে আটকে রয়েছে।

মার্কজাক বলেন, গ্রিনিচ মান সময় ১৭৩০টার পরপরই এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।