ট্রাম্প গ্রেপ্তার, জেলবাস, জামিনে মুক্ত

ট্রাম্প গ্রেপ্তার, জেলবাস, জামিনে মুক্ত

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর দুই লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। তার আগে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ফুলটন কাউন্টি জেলে আধা ঘন্টার কিছু সময় তাকে কারাবাস করতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে একটি গাড়িবহর যাত্রা করে বিমানবন্দরের উদ্দেশে। এ খবর দিয়েছে এএফপি ।

অন্য আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্প স্বল্প সময়ের জন্য আত্মসমর্পণ করেন আদালতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্টের মধ্যে তার ক্ষেত্রেই প্রথম এমন ঘটনা ঘটলো। আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশ করেছে শেরিফ অফিস। এতে দেখায় যায় ট্রাম্প একটি গাঢ় নীল রঙের স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরেছেন। তাকে গ্রেপ্তারের পর সাংবদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, এটা হলো আমেরিকার জন্য খুবই বেদনার দিন। এখানে যা ঘটেছে তা হলো ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো অন্যায় করিনি।