চীনের সাথে স্নায়ুযুদ্ধ নেই : ভিয়েতনাম সফরে বাইডেন

চীনের সাথে স্নায়ুযুদ্ধ নেই : ভিয়েতনাম সফরে বাইডেন

ভিয়েতনামের সাথে নতুন ঐতিহাসিক চুক্তি সই করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের আন্তর্জাতিক প্রভাব প্রতিরোধ করার কোনো চেষ্টার কথা অস্বীকার করেছেন।

ভিয়েতনাম থেকে শেষ মার্কিন সৈন্য প্রত্যাহারের ৫০ বছরেরও বেশি সময় পর দেশটিতে গিয়ে যে চুক্তি করেছেন বাইডেন, তা তাদেরকে আগের যেকোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ করবে।

দুই দেশের মধ্যে সই হওয়া 'দি কমপ্রেহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' চুক্তিটি এশিয়ায় চীনা প্রভাব প্রতিরোধে অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, বাইডেনের জন্য এই চুক্তি বিরাট এক সাফল্য। কারণ চীনের সবচেয়ে পুরনো এবং কট্টর বন্ধু ভিয়েতনামের সাথে এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

হ্যাননে সাংবাদিকদের বাইডেন বলেন, আমেরিকান পদক্ষেপ চীনকে বিচ্ছিন্ন করা বা থামিয়ে দেয়ার কোনো কিছু নয়। বরং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখার বিষয়।

তিনি বলেন, 'চীন অর্থনৈতিকভাবে সফল হোক, তা আমি চাই। তবে আমি চাই, তারা নিয়মের মধ্যে থেকে সফল হোক।'

এই চুক্তিটি চীনকে বেশ ক্ষুব্ধ করতে পারে। চুক্তিটির শিরোনাম প্রতীকী হলেও এর অর্থ হতে পারে যে চীনের ওপর নির্ভরশীলতা হ্রাস করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা।

উল্লেখ্য, ভারতে জি২০ শীর্ষ সম্মেলন থেকে ভিয়েতনামে গেছেন বাইডেন। সূত্র : বিবিসি