৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র

৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করল যুক্তরাষ্ট্র

আট দেশের ৪৯টি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সীমিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকায় চীনের ৪২টি কোম্পানি রয়েছে। এছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের সাতটি কোম্পাটির ওপর এ বিধি আরোপ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) আন্তার্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদেনে বলা হয়, মূলত রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের সময়ে বিভিন্ন সামরিক সহায়তা দেয়ায় এসব কোম্পানির রপ্তানি কার্যক্রমকে সীমিত করা হয়েছে।

দেশটির বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব কোম্পানির পণ্যের মধ্যে অন্যতম হলো মাইক্রোইলেক্ট্রনিকস। এটি রাশিয়া ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নির্ভুল নির্দেশনা সিস্টেমের জন্য ব্যবহার করে থাকে।

বিবৃতিতে এক্সপোর্ট ইনফোর্সমেন্ট বিভাগের সহকারী সচিব ম্যাথিও অ্যাক্সেলরড বলেন, তালিকাভুক্ত এসব কোম্পানিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হচ্ছে যে, তারা যদি যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগকে সরবরাহ করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। আমরা এগুলো খুঁজে বের করব।

তবে ব্যবসা সীমিত করার এ নির্দেশনার বিষয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।