হামাসের হামলায় ২২ ইসরাইলি নিহত

হামাসের হামলায় ২২ ইসরাইলি নিহত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় অন্তত ২২ ইসরাইলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তারা এ সংখ্যার কথা জানায়।

শনিবার হামলা শুরুর দিনে আহত হয়েছে আরো অন্তত ২০০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।

ফিলিস্তিনের হামাস ইসরাইলে যে সামরিক হামলা শুরু করেছে তাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি।

আজ শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টরম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হবো।’

এদিকে, ইসরাইলে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি। সূত্র : আলজাজিরা