অবশেষে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু

অবশেষে গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু

কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বিরতি শুরুর কথা থাকলেও প্রায় ২৪ ঘণ্টা বিলম্বের পরে ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। ৪ দিনের এ যুদ্ধ বিরতিতে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের বিনিময়ে গাজায় বন্দিদের মুক্তি দেওয়া হবে।

৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে এ যুদ্ধ বিরতি শুরু হচ্ছে। ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর, ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত যুদ্ধ শুরুর আগ মুহূর্তে, একটি শরণার্থী শিবির ও জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে অন্তত ২৭ জন নিহত হয়েছে।