যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ৮ ইসরায়েলি মুক্ত

যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৩০ ফিলিস্তিনি ও ৮ ইসরায়েলি মুক্ত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিন ছিল গতকাল বৃহস্পতিবার। গত রাতে আরও ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন ৮ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি।

এই যুদ্ধবিরতি শেষ হয় গত বুধবার। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে আলোচনা চালিয়ে যায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর। এর জেরে গতকাল আরও এক দিনের জন্য বাড়ে যুদ্ধবিরতির মেয়াদ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার।

এই পরিস্থিতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কয়েকটি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, হামাসের ছেড়ে দেওয়া ৮ জনের মধ্য ৬ জন নারী। তাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি দুটি শিশু। তারা ভাই-বোন। সবাই নিরাপদে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছেছেন।