মিয়ানমার ছেড়ে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশিরা

মিয়ানমার ছেড়ে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশিরা

মিয়ানমার ছেড়ে যাচ্ছে আন্তর্জাতিক বিদেশি সংস্থাগুলো। বিশেষ করে রাখাইন এলাকা ত্যাগ করছেন বিদেশিরা। এর আগে সুইজারল্যান্ড ও সুইডেনের দুটি দাতা সংস্থা চলে গিয়েছে। এবার গত বৃহস্পতিবার ভারতীয় উপদূতাবাসের কূটনীতিকেরা ইতিমধ্যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে ছেড়ে গেছেন।

বাংলাদেশের কূটনীতিকরাও দুয়েক দিনের মধ্যে চলে আসবেন বলে জানা গেছে।

রাখাইনে জাতিসংঘের উন্নয়ন সংস্থাসহ (ইউএনডিপি) জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার দপ্তর রয়েছে। গত ১০ দিনে এদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। সিত্তেতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকরা ফিরে যাচ্ছেন নিজদেশে।

মিয়ানমারের সামরিক সরকারের নিয়ন্ত্রণে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অনেক সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয়ও নিয়েছেন। গত সোমবার থেকে এটা অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে। এঁদের মধ্যে কিছু সেনাসদস্য, পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তাও রয়েছেন।

রাখাইনে চলমান লড়াইয়ে আরাকান আর্মি ইতিমধ্যে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত তিনটি ব্যাটালিয়ন দখলে নিয়েছে। সূত্র, অনলাইন গণমাধ্যম রেডিও ফ্রি।