এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা, ৩ নাবিক নিহত

এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা, ৩ নাবিক নিহত

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এক কার্গোবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে জাহাজে থাকা ৩ নাবিক নিহত হয়েছেন। ‘ট্রু কনফিডেন্সে’ নামের জাহাজটি এডেন উপসাগরে অবস্থানকালে তাতে হামলা চালায় হুতিরা। পরে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দক্ষিণ ইয়েমেনের একটি পণ্যবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, পণ্যবাহী জাহাজে ইয়েমেন গোষ্ঠীটির হামলায় এটিই প্রথম মৃত্যু।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে জাহাজের বোর্ডে আগুন ধরে যায়, এ অবস্থায় সেটি ভেসে ছিল। এর আগে বুধবার (০৫ মার্চ) রাতে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছিল, 'বুধবারের হামলার পর জাহাজটির কিছু ক্রু পালিয়ে গেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা আহত বা নিহত হয়েছেন।'

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও তাদের সহযোগিতার প্রতিবাদে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি যোদ্ধারা।

যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে জানিয়েছে, হামলার আগে কার্গোটির কাছে একটি জাহাজ আসে। ওই জাহাজের ক্রুরা নিজেদের ইয়েমেনের নৌবাহিনীর সদস্য হিসেবে দাবি করেন এবং জাহাজটিকে পথ পরিবর্তনের নির্দেশ দেন। এরপরই ওই অঞ্চলে বিকট শব্দ হয়। যা আশপাশের জাহাজের ক্রুরাও শুনতে পান। পরে জাহাজটিকে সাহায্য করতে সেখানে পৌঁছায় ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।