রেকর্ড গড়ে প্রেসিডেন্ট নির্বাচিত আসিফ আলি জারদারি

রেকর্ড গড়ে প্রেসিডেন্ট নির্বাচিত আসিফ আলি জারদারি

পাকিস্তানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। শনিবার পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১১৯ ভোট। এর ফলে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন জারদারি। এর আগে পাকিস্তানে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি।

অন্যদিকে মাহমুদ খান আচাকজাই হলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী। শনিবার জাতীয় পরিষদ ও সিনেটে যৌথ ভোট হয়। পার্লামেন্টের একটি ভোট প্রত্যাখ্যান করা হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে জারদারিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি বলেছেন, সব প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা ক্ষমতাসীন জোটের প্রার্থীর প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করবেন জারদারি।