ইসরায়েলে ইরানের ৫ ঘন্টার হামলা

ইসরায়েলে ইরানের ৫ ঘন্টার হামলা

সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার জবাবে শনিবার দখলদার ইসরায়েলে প্রায় ৫ ঘন্টা হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সিএনএন।

ঐ দুই কর্মকর্তা জানিয়েছেন, ইরান সম্ভবত ইসরায়েলে আর বড় ধরনের হামলা চালাবেনা।

রবিবার সকালে ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ধারনা করছে ইরানের পক্ষ থেকে এখন আর হামলার কোনো হুমকি নেই।

ইসরায়েলের পাশাপাশি ইরানের ছুড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে যুক্তরাষ্ট্র। 

ইসরায়েলের ওপর শনিবার রাতে শুরু করা ইরানের হামলা চলে  রবিবার ভোর রাত পর্যন্ত।