ইসরায়েল ফের হামলা করলে দাঁতভাঙ্গা জবাব দেবে ইরান

ইসরায়েল ফের হামলা করলে দাঁতভাঙ্গা জবাব দেবে ইরান

ইসরায়েলের আকাশসীমাও ভেদ করা যায়, তিন শতাধিক ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যা দেখিয়ে দিলো ইরান। পাল্টা হামলার পক্ষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মত দিলেও, বন্ধু বা‌ইডেনের তরফ থেকে নেই সবুজ সংকেত। এদিকে পাল্টা আক্রমণ এলে জবাবও মিলবে দাঁতভাঙ্গা। এমন হুঁশিয়ারি তেহরানের ঢাকার দূতের।

দেশটি রাষ্ট্রদূত মানসুর চাভোসি বলেন, ইসরায়েল যদি আবার দুঃসাহসিক কোন ঘটনা ঘটায় তবে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং এর দায়-দায়িত্ব বর্তাবে স্বয়ং ইসরায়েল ও তাদের সহযোগীদের উপর।

তিনি আরও জানান, তাদের হামলার লক্ষ্য ছিল নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করা। মধ্যপ্রাচ্যের অর্থনীতিসহ সার্বিক পরিস্থিতির কথা ভেবেই, ইসরায়েলে হামলা করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ইরান ইসরায়েলের সহযোগী দেশগুলো রয়েছে তাদের যে স্পষ্ট বার্তা দিয়েছে তা হলো, এ আক্রমণ আরও কঠিন হবার কথা ছিলো। মধ্যপ্রাচ্যের মানুষের কথা এবং বিশ্ব পরিস্থিতিক কথা চিন্তা করে ইরান সর্বনিম্ন পদক্ষেপটিই নিয়েছে।

ইরান-বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রের কাছে তেহরানে চাওয়া, ফিলিস্তিন সংকটের সমাধান।