কঙ্গোতে বাস্তুহারাদের শিবিরে হামলা, শিশুসহ নিহত ৯

কঙ্গোতে বাস্তুহারাদের শিবিরে হামলা, শিশুসহ নিহত ৯

আফ্রিকান দেশ পূর্ব কঙ্গোর শহর গোমারে বাস্তুহারাদের একটি শিবিরে হামলা হয়েছে। এতে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাক ভার্ট জেলার প্রধান দেদেসি মিতিমা।

মিতিমা বলেন, পূর্ব কঙ্গোর শহর গোমার একটি বাস্তুচ্যুত শিবিরে হামলা করা হয়েছে। ওই হামলার ঘটনায় শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। সেখানে সাত শিশু এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)-র সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-কর্নেল গুইলাউম এনজিকে কাইকো বলেন, রুয়ান্ডার সেনাবাহিনীর অবস্থানে ডিআরসি-র আক্রমণের প্রতিশোধ নিতে এই হামলা করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুতসি-নেতৃত্বাধীন এম২৩-কে দায়ী করে কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেন, শুক্রবারের এই হামলা তারা করেছে।

অপরদিকে এম২৩-র নেতা বার্ট্রান্ড বিসিমওয়া এক্সে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করার কঙ্গোর কর্তৃপক্ষই এ হামলা করেছে। সূত্র: রয়টার্স