গুজরাট ও হিমাচলে মোদির বিজয়

গুজরাট ও হিমাচলে মোদির বিজয়

ঢাকা, ১৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে হাড্ডাহাড্ডি লড়াই করেই জয়ী হতে হলো বিজেপিকে। গুজরাটে টানা ষষ্ঠবারের মতো জয় পেল বিজেপি। এদিকে হিমাচল প্রদেশে বিরোধী দল কংগ্রেসকে হারিয়ে অনায়াসেই জয় পেয়েছে বিজেপি।

নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে গুজরাটের ১৮২ আসনের মধ্যে বিজেপি ১০৪ ও প্রধান বিরোধী দল কংগ্রেস ৭৬ আসনে জয় পেয়েছে। অন্য প্রার্থীরা দুটি আসনে নির্বাচিত হয়েছেন।

এদিকে হিমাচলের ৬৮ আসনের বিধানসভায় ৪৬ আসনে জয় পেয়েছে বিজেপি, কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ১৮ আসনে। অন্য প্রার্থীরা জয় পেয়েছে ৪ আসনে।

জানা যায়, ৯ ডিসেম্বর গুজরাটে প্রায় ৬৮ শতাংশ এবং ১৪ ডিসেম্বর হিমাচলে ৭৪ শতাংশ ভোটার ভোট দেন।

জিতছেন ধরে নিয়েই সোমবার সকালে সংসদে ঢোকার মুখে সংবাদমাধ্যমকে ‘ভি’ দেখিয়েছেন মোদি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২৫৬ঘ.)