গ্রামের বাড়িতেই আল মাহমুদের শেষ ঠিকানা

গ্রামের বাড়িতেই আল মাহমুদের শেষ ঠিকানা

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কবির বড় ছেলে শরিফ আহমেদ বলেন, আগামীকাল রবিবার বাদ যোহর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

শনিবার বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর ফটকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে কবির মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে প্রেস ক্লাবে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় কবির আরেক ছেলে মীর মোহাম্মদ মনির বলেন, বার্ধক্যজনিত কারণে বাবাকে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। উনার ইচ্ছা ছিল শুক্রবারে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন।

‘বাবা নিজের অজান্তেও কোনো ভুল করে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কবির মরদেহ নেয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এমজে/