নোবেল বিজয়ী সাহিত্যিক টনি মরিসনের প্রয়াণ

নোবেল বিজয়ী সাহিত্যিক টনি মরিসনের প্রয়াণ

সাহিত্যে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ লেখিকা টনি মরিসন আর নেই। সোমবার রাতে নিউইয়র্কের হাসপাতালে মারা যান ৮৮ বছর বয়সি এই কৃষ্ণাঙ্গ লেখিকা।

মরিসনের লেখক পরিচিতিতে এই ‘কৃষ্ণাঙ্গ’ শব্দটা খুব জরুরি। তার কারণ তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ লেখক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

টনি মরিসনের পরিবার গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে অল্প সময়ের অসুস্থতার পর আমাদের প্রিয় মা ও দাদি টনি মরিসন গত রাতে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন। তাঁর অন্তিম মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্বজন ও বন্ধুরা। তাঁর মৃত্যুতে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। তবে আমরা কৃতজ্ঞ, তিনি দীর্ঘ জীবন পেয়েছেন এবং শেষ দিন পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে ছিলেন।’

১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি আমেরিকার ওহায়োর এক আফ্রো-মার্কিন পরিবারে জন্মেছিলেন ক্লো আর্ডেলিয়া ওফর্ড ওরফে টনি মরিসন।

এমআই