সাংবাদিক শহিদুলের বিরুদ্ধে মামলার রেকর্ড চেয়েছেন হাইকোর্ট

সাংবাদিক শহিদুলের বিরুদ্ধে মামলার রেকর্ড চেয়েছেন হাইকোর্ট

সাংবাদিক ড. শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলার রেকর্ড আজকের মধ্যে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে। দেশে ও বিদেশে সুপরিচিত সাংবাদিক শহিদুল আলম তার বিরুদ্ধে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারায় করা মামলার বিরুদ্ধে রিট পিটিশন করেছেন। এর ওপর শুনানিতে হাইকোর্টের বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক রাজিক আল জলিলের বেঞ্চ ওই নির্দেশ দিয়েছেন।

শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, এ মামলার রেকর্ড আজকের মধ্যে আদালতে হাজির করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

ওদিকে রিট পিটিশনের পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবারকে নির্ধারণ করেছেন আদালত। এ মামলার বিরুদ্ধে শহিদুল আলম রিট পিটিশন করেছিলেন ৪ঠা মার্চ। এতে তিনি মামলার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। আরো দাবি করা হয়েছে, তার মৌলিক মানবাধিকার লঙ্ঘণ করে এবং প্রক্রিয়ার অপব্যবহার করে এ মামলা করা হয়েছে।

এমজে/