ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে বক্তব্য, খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে বক্তব্য, খুলনায় সাংবাদিক গ্রেপ্তার

ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে বক্তব্য দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন ডেইলি নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদ।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার দিবাগত মধ্যরাতে মনির উদ্দিনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মনির উদ্দিন ফেসবুকে ভোলার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ছবি ও তথ্য দিয়ে সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছিলেন। পাশাপাশি রাষ্ট্র, সরকার নিয়েও মানহানিকর পোষ্ট দিয়েছেন তিনি। মনির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলা করে বলে জানিয়েছে পুলিশ।

মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে মনিরকে।

গত রবিবার হযরত মুহাম্মদ (স.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করায় শনিবার বিপ্লব বিশ্বাস নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। কটূক্তির এই ঘটনার জেরে রবিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় অর্ধশতাধিক।

এমআই