গাজীপুরে সাজানো মামলায় সাংবাদিককে হয়রানি

গাজীপুরে সাজানো মামলায় সাংবাদিককে হয়রানি

গাজীপুরে মাদকের মামলা দিয়ে সাংবাদিক কাজী হাসিবুর রহমান রাব্বীকে হয়রানি করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছে তার পরিবারও। এ ঘটনায় রবিবার (৮ ডিসেম্বর) গাজীপুর প্রেস ক্লাব নিন্দা জানিয়েছে।

সাংবাদিক রাব্বী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান সাক্ষী টঙ্গী এলাকার মো. ওহাব পরিকল্পিতভাবে আমাকে ফাঁসিয়েছেন। একই মামলায় আমার সহোদর ভাইকেও আসামি করা হয়েছে। এটা সম্পূর্ণ সাজানো ও বানোয়াট মামলা। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে থানায় বা প্রশাসনের কাছে এর আগে কখনো এমন অভিযোগ ছিল না। এমনকি আমার ও আমার পরিবারের বিরুদ্ধে এলাকার লোকদেরও এমন কোনো অভিযোগ নেই।

পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। রবিবার সাংবাদিক রাব্বী এ মামলায় গাজীপুর আদালত থেকে জামিন পেয়েছেন। তিনি দৈনিক অধিকারের বার্তা বিভাগে কর্মরত।

একজন সাংবাদিককে মাদকের সাজানো মামলায় হয়রানির ঘটনায় গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান ও সদস্য হাবিবুর রহমানসহ সাংবাদিক নেতারা নিন্দা জানিয়েছেন। তারা এ মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।