সেন্টমার্টিনের অংশিদারিত্ব চায় মিয়ানমার, প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব

সেন্টমার্টিনের অংশিদারিত্ব চায় মিয়ানমার, প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব

ঢাকা, ৬ অক্টোবর (জাস্ট নিউজ) : সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে। এর প্রতিবাদে শনিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এ সময় মিয়ানমার রাষ্ট্রদূতের হাতে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৭৪০ঘ.)