ইসির সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ইসির সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঢাকা, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ অন্যদের সাথে বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ আটজন উপস্থিত আছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চারজন আছেন বৈঠকে।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে এবং সহিংসতা না হয়, সে ব্যাপারে আহ্বান জানাতে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

(জাস্ট নিউজ/একে/১৭২০ঘ.)