মানবজমিনের কাফি কামালকে মারধর, মোবাইল কেড়ে নিল সরকারদলীয়রা

মানবজমিনের কাফি কামালকে মারধর, মোবাইল কেড়ে নিল সরকারদলীয়রা

ঢাকা, ৩০ ডিসেম্বর (জাস্ট নিউজ): মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামালকে মারধর করেছে সরকারদলীয় ক্যাডাররা।

রবিবার সকালে ভোট দিয়ে ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হন। এ সময় তার মোবাইল কেড়ে নেয়া হয়।

সাংবাদিক কাফি কামাল ইস্কাটনের টিএনটি স্কুলের কেন্দ্রে সপরিবারে ভোট দিয়ে ফিরছিলেন। এ সময় তিনি মগবাজার মোড়ে পৌঁছালে সরকার সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখতে পান। তিনি দূর থেকে ওই ঘটনার ছবি তুলতে গেলে একদল দলীয় সমর্থক তেড়ে এসে মারধর শুরু করে। তাকে ফেলে বেধড়ক মারতে থাকে। এতে তার চোখের পাশে ফেটে রক্ত পড়তে থাকে। এ সময় হামলাকারীরা তার মোবাইল কেড়ে নেয়।

তাৎক্ষণিক এ ঘটনায় সঙ্গে থাকা কাফি কামালের স্ত্রী হতবিহ্বল হয়ে পড়েন। তিনি তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। কাফি কামালের চোখের পাশে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১০০০ঘ)