বকেয়া বেতনের দাবিতে বিআরটিসি ডিপোতে তালা

বকেয়া বেতনের দাবিতে বিআরটিসি ডিপোতে তালা

৯ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিআরটিসি’র চালক-শ্রমিক। তারা ডিপোর গেট তালা দি‌য়ে শত শত গা‌ড়ি আট‌কে রেখেছে।

মঙ্গলবার সকাল ৭ টা থেকে রাজধানীর বিমানবন্দর সড়কের জোয়ার সাহারা ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। বাস চালক শ্রমিকদের একজন জানান, তাদের নয় মাসের বেতন বকেয়া পড়ে আছে।

বেতন বকেয়া থাকার জন্য বিআরটিসির চেয়ারম্যানকে দায়ী করেছেন শ্রমিকরা। তারা বলছেন, ‘চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া অনিয়মের আশ্রয় নিয়ে কয়েক মাস পর পর ডিপো ম্যানেজারের পরিবর্তন আনেন। চেয়ারম্যান দীর্ঘদিন ধরে তাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন বিষয়টি সমাধানের কিন্তু তারপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।’

ডিপোর প্রশাসন বিভাগের একজন জানান, বিআরটিসি’র এই ডিপোর বর্তমান ম্যানেজার তার সময়ের সব মাসের বেতন শ্রমিকদের দিয়েছেন। কিন্তু আগের ম্যানেজারের সময় বকেয়া থাকা বেতন না পাওয়ায় শ্রমিকরা আন্দোলন করছে।

ডিপো ম্যানেজার নুর আলম গণমাধ্যমকে বলেন, ‘তার যোগদানের পর অতিবাহিত এক বছরের প্রতি মাসের বেতন পেয়েছে শ্রমিকরা; কিন্তু আগের ম্যা‌নেজার থাকাকালে ছয় মাসেরও বেশি ব‌কেয়া বেতন আটকা পড়েছিল। সেই বেতনের জন্য এখন শ্রমিকরা ডি‌পো তালা মেরে রেখেছে।’

এ কারণে সকালে ডিপোর ভেতরে শতাধিক গাড়ি আটকা পড়েছে বলে জানান ম্যানেজার। এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যানকে সকালে ফোন দিলেও পাওয়া যায়নি ।

বিআরটিসি প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘বিআরটিসি এই ডি‌পো ঘি‌রে নানা অনিয়মে জড়িয়ে গেছেন পরিচালক। কিছুদিন পর পর ডিপো ম্যানেজার পরিবর্তন এনে নিজের সুবিধা আদায় করেন চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। এসব বিষয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দুই দিন আগে একটি অভিযোগও করা হয়। যেখা‌নে চেয়ারম্যনের নানা অনিয়ম তু‌লে ধ‌রে বিআর‌টি‌সি শ্রমিক নেতা‌দের এক‌টি পক্ষ।’

এমআই